odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

দেশে করোনা শনাক্ত হার কমেছে দশমিক ০৩ শতাংশ

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৭ December ২০২১ ০৭:২৩

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৭ December ২০২১ ০৭:২৩

 

sharethis sharing button

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২১ : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস শনাক্তের হার দশমিক ০৩ শতাংশ কমেছে।  গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ০৫ শতাংশ, আজ কমে হয়েছে ১ দশমিক ০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৫৭ জন। গতকাল ২৮ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, দেশে এ পর্যন্ত ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গতকাল মারা গিয়েছিল ৪ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৯ হাজার ২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৩ জন। শনাক্তের হার ১ দশমিক ০১ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ১২ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় মারা গেছেন ১ জন।
আজ ঢাকা,  চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৮১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: