odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় এক জন মারা গেছেন, নতুন শনাক্ত ২৯১

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২২ December ২০২১ ০৬:৩৮

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২২ December ২০২১ ০৬:৩৮

 

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২১ : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯১ জন। 
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ শনাক্তের হার দশমিক ০৯ শতাংশ বেড়েছে। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৩০ শতাংশ, আর আজ তা বেড়ে হয়েছে ১ দশমিক ৩৯ শতাংশ। 
গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৯০৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯১ জন। গতকাল ১৯ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৬০ জন। 
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৬ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গতকাল মারা গিয়েছিল ২ জন। 
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৭৪৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২৬ জন। শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৪১ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় কেউ মারা যায়নি। 
আজ সিলেট বিভাগে এক জন মারা গেছেন। তবে, ঢাকা,  চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৬৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: