odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

৩-৪ মাসের মধ্যে নাকে গ্রহণযোগ্য করোনা প্রতিরোধক টিকা আসছে

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৪ January ২০২২ ০৯:৫৮

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৪ January ২০২২ ০৯:৫৮

 

মস্কো, ৩ জানুয়ারি, ২০২২ : নাকে গ্রহনযোগ্য করোনা প্রতিরোধক টিকা বাণিজ্যিকীকরণ করা হবে এবং ৩-৪ মাসের মধ্যে রুশদের কাছে তা সহজলভ্য হবে।
গামেলিয়া সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ বার্তা সংস্থা তাসকে জানান, ৩-৪ মাসের মধ্যে এই টিকাটি বাজারে পাওয়া যাবে।
এই টিকাটি ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে বলে উল্লেখ করে গিন্টসবার্গ বলেন, "ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে যে, স্পুটনিক ভি করোনাভাইরাস টিকাটি সাধারণ ইনজেকশন আকারে প্রয়োগ করলে ওমিক্রন রোধ করে এবং এটি নাকে গ্রহন করলেও কার্যকর হবে।"
রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২১ সালের অক্টোবরে নাকে স্প্রে আকারে এই টিকার দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন দিয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: