odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 21st October 2025, ২১st October ২০২৫

২৩ বছর পর মনের মানুষকে বিয়ে!পাত্রের বয়স ৯৫, পাত্রীর ৮৪

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ May ২০২২ ২২:৩১

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩ May ২০২২ ২২:৩১

২৩ বছর আগে মনের মানুষটিকে দেখেছিলেন শহরের এক গির্জায়। তখন মুখ ফুটে মনের ইচ্ছা প্রকাশ করতে পারেননি। ঠিক ২৩ বছর পরে সেই একই গির্জাতে সেই মনের মানুষটিকে বিয়ে করলেন পঁচানব্বইয়ের পাত্র।

ওয়েলস অনলাইন-এর প্রতিবেদন বলছে, পাত্রের নাম জুলিয়ান ময়েল। বয়স ৯৫। আর পাত্রী ভ্যালেরি উইলিয়ামস। বয়স ৮৪। গত ১৯ মে তাদের দু’হাত এক হয়েছে কার্ডিফের একটি গির্জায়। ভালোবাসার মানুষটির জন্য ২৩ বছর ধরে অপেক্ষা করেছিলেন জুলিয়ান। তাদের বিয়েতে পরিবার এবং আত্মীয় মিলিয়ে ৪০ জন উপস্থিত ছিলেন। নতুন জীবন শুরু করার জন্য নবদম্পতিকে তারা শুভেচ্ছা জানান।

বিয়ের পর জুলিয়ান বলেন, “এখনো বিশ্বাস হচ্ছে না যে, আমার দেখা ২৩ বছর আগের সেই মানুষটি আমার জীবনসঙ্গী হয়েছে। নতুন বছরের মতো আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো।” অস্ট্রেলিয়ায় জুলিয়ানের দেশের বাড়ি। তিনি জানিয়েছেন, স্ত্রী ভ্যালেরিকে নিয়ে বছরের শেষের দিকে সেখানে মধুচন্দ্রিমায় যাবেন।

সূত্র: আনন্দবাজার।



আপনার মূল্যবান মতামত দিন: