odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

নতুন করে দেশে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ May ২০২২ ০৪:০৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ May ২০২২ ০৪:০৯

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, রাজশাহী বিভাগের একজন ও সিলেট বিভাগের চারজন রয়েছেন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২১ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ১৬ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০১৯ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: