odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত

odhikarpatra | প্রকাশিত: ৯ July ২০২২ ০৮:৩৫

odhikarpatra
প্রকাশিত: ৯ July ২০২২ ০৮:৩৫

সিরাজগঞ্জে ঈদ উদযাপনে পিকআপ ভ্যানে বাড়ি ফেরার পথে জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় আজ ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এদিকে অপর এক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শাকিল (২৫) নামে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মকবুল হোসেনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, শুক্রবার ভোরে একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে ভোর ৪টার দিকে একই এলাকায় বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানান ওসি মোসাদ্দেক হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন: