odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

দেশে নতুন ৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

odhikarpatra | প্রকাশিত: ১৯ July ২০২২ ০৬:০৭

odhikarpatra
প্রকাশিত: ১৯ July ২০২২ ০৬:০৭

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ২২ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৭ জন এবং অন্যান্য বিভাগে ৫৭ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৭৮৯ জন; ঢাকায় সর্বমোট ভর্তি ১ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে ২৫৪ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৫৫২ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৩৫৭ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ১৯৫ জন।
চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।



আপনার মূল্যবান মতামত দিন: