odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

দেশে নতুন ৫১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

odhikarpatra | প্রকাশিত: ২০ July ২০২২ ০৮:০০

odhikarpatra
প্রকাশিত: ২০ July ২০২২ ০৮:০০

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৩ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭০ জন এবং অন্যান্য বিভাগে ৫৪ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৮৪০ জন; ঢাকায় সর্বমোট ভর্তি ১ হাজার ৫৭৩ জন এবং ঢাকার বাইরে ২৬৭ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৬১১ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৪০১ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ২১০ জন।
চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।

 



আপনার মূল্যবান মতামত দিন: