odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

৩ কোটি ৮১ লাখ মানুষ গ্রহণ করলেন বুস্টার ডোজ

অধিকার পত্র প্রতিবেদক | প্রকাশিত: ২২ July ২০২২ ২১:১৩

অধিকার পত্র প্রতিবেদক
প্রকাশিত: ২২ July ২০২২ ২১:১৩

দেশে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গতকাল (২১ জুলাই) সারাদেশে প্রায় ৮ লাখ মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা গ্রহণ করেছেন ৩ কোটি ৮১ লাখেরও বেশি মানুষ।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যটি নিশ্চিত করতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৫০৮ জন।

দুই ডোজ টিকা গ্রহণ করেছেন ১২ কোটি ২ লাখ ৩৮ হাজার ৮২৪ জন মানুষ।আর বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৩ কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১ দিনে বৃহস্পতিবার সারাদেশে ৬৪ জেলায় প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ১০ হাজার ১৮০ জন, দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪৩ হাজার ৭১৮ জন।তাছাড়া বুস্টার ডোজ টিকা গ্রহণ করেছেন ৭ লাখ ৯৪ হাজার ৯২২ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: