odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে ৬৫ জন হাসপাতালে ভর্তি

অধিকার পত্র প্রতিবেদক | প্রকাশিত: ২৫ July ২০২২ ০৩:০০

অধিকার পত্র প্রতিবেদক
প্রকাশিত: ২৫ July ২০২২ ০৩:০০

রোববার ২৪ জুলাই সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে  জানানো হয়েছে,গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।সবমিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ২৯৯ জন ভর্তি হয়েছেন, যাদের প্রায় অধিকাংশই ঢাকার বাসিন্দা।

 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৯ জনই ঢাকার বাসিন্দা। এছাড়াও এই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৬ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন ৬৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯ জনে। তাদের মধ্যে ২৩৫ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৬৪ জন রোগী।



আপনার মূল্যবান মতামত দিন: