ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

পুতিনের প্রতি রাশিয়ার জনসাধারণের আস্থা বেড়ে ৮১.৫ শতাংশে দাঁড়িয়েছে : জরিপ

odhikarpatra | প্রকাশিত: ১৮ September ২০২২ ০১:১১

odhikarpatra
প্রকাশিত: ১৮ September ২০২২ ০১:১১

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি রাশিয়ার নাগরিকদের আস্থা বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে তার প্রতি জনসমর্থন ১.২ শতাংশ বেড়ে বর্তমানে তা ৮১.৫ শতাংশে পৌঁছেছে। 

অল-রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টারের গত ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চালানো জরিপ থেকে এ তথ্য জানা যায়। ১৮ বছরের বেশি বয়সের এক হাজার ৬শ’ জন এ জরিপে অংশগ্রহণ করেন। শুক্রবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। খবর তাস’র।
জরিপ প্রতিবেদনে বলা হয়, ‘ভøাদিমির পুতিনের প্রতি তাদের আস্থা রয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাইলে এসব নাগরিকের ৮১.৫ শতাংশ ইতিবাচক উত্তর দেন। আগের জরিপে ৭৮.৩ শতাংশ মানুষ রাশিয়ার প্রেসিডেন্টের কাজের প্রতি সমর্থন জানিয়েছিলেন। সে তুলনায় এক সপ্তাহের এ জরিপে তার প্রতি জনসমর্থন ১.২ শতাংশ বেড়ে যেতে দেখা যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: