odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

হামাস দ্রুত জিম্মি-বন্দী বিনিময়ের আহ্বান জানালো

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ১৩:৫১

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ১৩:৫১

ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ : গাজায় প্রায় দুই বছর থেকে চলমান সংঘাতে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে হামাস ইসরায়েলের সঙ্গে দ্রুত জিম্মি-বন্দী বিনিময়ের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে।

সংবাদ অনুযায়ী, মিশরসহ কয়েকটি দেশ ইতিমধ্যে শান্তি আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে এবং এ আলোচনা একটি “টেকসই যুদ্ধবিরতি” পৌঁছানোর সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা (নাম প্রকাশ না করে) এএফপি-কে বলেন, “যুদ্ধবিরতির জন্য এবং মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি অনুসারে সেই বিনিময় প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে” এমনই একটি চুক্তিতে পৌঁছাতে হামাস আগ্রহী।

একই সময়ে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিশরে আলোচনায় অংশগ্রহণের আগে ইসরায়েলকে বর্বর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “জিম্মিদের মুক্তি দিতে হলে হামলা বন্ধ করতে হবে, কারণ যুদ্ধের মাঝখানে এই প্রক্রিয়া সম্ভব নয়।”

আলোচনাটি শারম আল-শেখে (মিশর) অনুষ্ঠিত হবে বলে জানা গেছে; সেখানে হামাসের প্রতিনিধি দল, যার নেতৃত্বে থাকবেন খলিল আল-হাইয়া, আলোচনা করবে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও ইসরায়েলি প্রত্যাহার বিষয়ে।

রোববার রাতে মিশরে পৌঁছানো ওই Representations বলেন, তারা চাইছেন আলোচনায় “যুদ্ধবিরতি, দখলদার বাহিনী প্রত্যাহার ও বন্দী বিনিময়” বিষয়গুলো প্রধান অগ্রাধিকার পায়।

ইসরায়েলের এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, যদি আলোচনায় চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে গাজায় আবারও সামরিক অভিযান শুরু হবে।

অন্যদিকে, হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ইরোম জারি করা একটি প্রতিবেদন অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিহিংসামূলক হামলায় কমপক্ষে ৬৭ হাজার ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানানো হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: