ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

২১শ’ সাল নাগাদ ইউরোপে গরমে প্রতিবছর ৯০ হাজার লোক মারা যেতে পারে : ইইএ

odhikarpatra | প্রকাশিত: ১০ November ২০২২ ০৫:৩৮

odhikarpatra
প্রকাশিত: ১০ November ২০২২ ০৫:৩৮

কিছুই করা না হলে এ শতাব্দীর শেষ নাগাদ ইউরোপে প্রতিবছর গরমে ৯০ হাজার লোক মারা যেতে পারে। ইউরোপীয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) এ কথা বলেছে। সংস্থাটি আরো বলছে, অভিযোজন পদক্ষেপ ছাড়া এবং ২১শ’ সাল নাগাদ বৈশি^ক উষ্ণতা ৩ ডিগ্রি সেলসিয়াসের প্রেক্ষিতে তীব্র গরমে ইউরোপে প্রতিবছর ৯০ হাজার লোক মারা যেতে পারে। ইইএ বলছে, তবে বৈশি^ক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেসিয়াস রাখা গেলে বার্ষিক মৃত্যু ৩০ হাজার কমানো যাবে। বিশে^র বিভিন্ন দেশ পৃথিবীর উষ্ণতা প্রাক শিল্পস্তরের ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রাখার অঙ্গীকার করেছে। কিন্তু কার্বন নিঃসরনের যে ধারা চলছে তাতে এ লক্ষ্য পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে। সংস্থাটি বলছে, ১৯৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত তীব্র গরমে ১ লাখ ২৯ হাজার ইউরোপীয় মারা গেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ঘনঘন তাবদাহ ও নগরায়ন বেড়ে যাওয়ার ফলে আগামী বছরগুলোতে বিশেষ করে এ মহাদেশের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা আরো বেড়ে যাবে। বিশ^ স্বাস্থ্য সংস্থা সোমবার বলেছে, ইউরোপে চলতি বছর গরমে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে। ইইএ বলছে, ইউরোপের প্রেক্ষাপটে তীব্র গরম আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত সকল মৃত্যু প্রতিরোধ সম্ভব।



আপনার মূল্যবান মতামত দিন: