odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার কর্মকর্তাদের বৈঠক

odhikarpatra | প্রকাশিত: ১০ January ২০২৩ ০৭:৩৫

odhikarpatra
প্রকাশিত: ১০ January ২০২৩ ০৭:৩৫

ঢাকা ঃ ২৫ পৌষ  ( ০৯ জানুয়ারি, ২০২৩)
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি’র সঙ্গে ঢাকা চেম্বার কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (ডিসিসিআই) এর নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ বৈঠক করেছেন। ডিসিসিআই এর নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সামের সাত্তার এর নেতৃত্বে পরিষদের পরিচালকগণ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে এ বৈঠক করেন।

এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সামের সাত্তার ডিসিসিআই এর বর্তমান অবস্থা, কার্যক্রম সম্পর্কে বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন। পরিষদের  পক্ষ থেকে বলা হয়, চলমান বিশ^ পরিস্থিতিতে দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সরকারের বিশেষ সহযোগিতা প্রয়োজন।
 
বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন করবে, যা ২০২৯ সাল থেকে কার্যকর হবে। তখন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিভিন্ন দেশের সাথে পিটিএ বা এফটিএ এবং সেফা এর মতো বাণিজ্য সহযোগিতা চুক্তি করে বিভিন্ন দেশ থেকে বাণিজ্য সুবিধা আদায়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় ইউরোপিয়ন ইউনিয়নের কাছ থেকে জিএসপি প্লাস সুবিধা আদায়, ভারত-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ক্ষেত্রে এলসি খোলার সমস্যার সমাধান, বিশ^বাণিজ্য সংস্থার বিধিবিধান কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: