গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও আগ্রাসন থামেনি: দক্ষিণ গাজায় ইসরায়েলের তীব্র হামলা, পশ্চিম তীরে ঘরবাড়ি ধ্বংসে নতুন রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | ৫ নভেম্বর ২০২৫
গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, বিমান হামলা ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনা অব্যাহত রয়েছে। আল জাজিরার মাঠপর্যায়ের প্রতিবেদনে জানা গেছে, দক্ষিণ গাজায় ব্যাপক গোলাবর্ষণ ও অভিযানের পাশাপাশি বাড়িঘর ধ্বংসের নতুন ধাপ শুরু করেছে ইসরায়েলি সেনারা।
এদিকে, হামাস জানিয়েছে—তারা এক ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার করে হস্তান্তর করেছে। ইসরায়েল মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও পরিচয় যাচাই করেনি।
পশ্চিম তীরে বাড়িঘর ধ্বংসে নজিরবিহীন বৃদ্ধি
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ’র তথ্যমতে, দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংসের ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
ওসিএইচএ জানায়—
- ২০০৯ সাল থেকে হাজারো ফিলিস্তিনি স্থাপনা ধ্বংস হয়েছে
- শুধু ২০২৫ সালেই ধ্বংস হয়েছে কমপক্ষে ১,৪৩৪টি ঘরবাড়ি ও স্থাপনা
- এতে বাস্তুহারা হয়েছেন ১,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি
ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে—বসতবাড়ি, পানির ট্যাংক, গবাদিপশুর আশ্রয়স্থল এবং আন্তর্জাতিক দাতাদের অর্থায়নে নির্মিত সেবা স্থাপনাও।
ওসিএইচএ জানায়, এই ধ্বংসযজ্ঞ মূলত সে সকল এলাকায় যেখানে ফিলিস্তিনিদের নির্মাণ অনুমতি পাওয়া প্রায় অসম্ভব—বিশেষ করে এরিয়া সি ও পূর্ব জেরুজালেম। এতে ফিলিস্তিনিদের উন্নয়ন ও জনসংখ্যা বৃদ্ধিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে সংস্থাটি মন্তব্য করেছে।
আন্তর্জাতিক উদ্বেগ
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে সহিংসতা বন্ধ ও আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। তবে এখনো পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ছবি ক্যাপশন
ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে এক ফিলিস্তিনি—দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার পরের দৃশ্য।
এসইও কীওয়ার্ড
গাজা যুদ্ধ, ইসরায়েল হামলা, ফিলিস্তিন সংকট, পশ্চিম তীর ধ্বংস, ওসিএইচএ রিপোর্ট, গাজা মানবাধিকার, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ ২০২৫, হামাস সংবাদ, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন

আপনার মূল্যবান মতামত দিন: