odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি

MASUM | প্রকাশিত: ১৪ August ২০১৭ ১০:৫০

MASUM
প্রকাশিত: ১৪ August ২০১৭ ১০:৫০

flood-today-final-jpg-ed


পানি বাড়ায় দেশের উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। তবে উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

বৃষ্টি কমলেও উজান থেকে মেনে আসা ঢলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানির স্রোতে ভেসে গিয়ে এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়া রাজশাহীর মোহনপুরে শিব নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত অর্ধশত গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। দিনাজপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

রেল লাইন তলিয়ে যাওয়ায় দিনাজপুরের সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি কমায় সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনাসহ উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: