গাজীপুর, ৫ নভেম্বর ২০২৫:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সমন্বিত প্রচেষ্টায় দেশে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।
বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে মুক্ত, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট সংস্থাকে দেওয়া হয়েছে। জনগণ নির্বাচনের দিকে এগোচ্ছে, তাই সব ধরনের প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ব্যর্থ হবে।”
কৃষি বিষয়ে তিনি বলেন, চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। শাক-সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে। সারের কোনো সংকট নেই এবং মূল্যও বাড়ানো হবে না জানিয়ে তিনি আরও বলেন, “কৃষকের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার। সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা প্রণয়ন প্রায় শেষ পর্যায়ে। কৃষি উন্নয়নে ২০৫০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অ্যাক্টিং কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক নাফিসা আরেফিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা কর্মসূচির উদ্বোধন করেন এবং বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুজব ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। গাজীপুরে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আপনার মূল্যবান মতামত দিন: