odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 9th December 2025, ৯th December ২০২৫

টুইটারের নতুন প্রধান নিয়োগ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ May ২০২৩ ১৮:১৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ May ২০২৩ ১৮:১৭

মাইক্রোব্লগিং সাইট টুইটারের   নতুন একজন প্রধান নির্বাহী নিয়োগ দেয়া হয়েছে। এ তথ্য  জানিয়েছেন এর স্বত্তাধিকারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। 

গত বছর ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার পর নিজেই প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছেন বিশ্বের অন্যতম শীর্ষ এই প্রযুক্তি ব্যবসায়ী। টুইটারে তিনি জানিয়েছেন, ছয় সপ্তাহের মধ্যে নতুন প্রধান দায়িত্ব নেবেন এবং এরপর মাস্ক হয়তো নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করবেন।

টেসলা স্পেস-এক্সের মতো বড় বড় ব্যবসা রয়েছে এলন মাস্কের। টুইটার প্রধানের দায়িত্ব অন্য কারও ওপর ন্যস্ত করে নিজেকে অন্য ব্যবসাগুলোতে বেশি সময় দিতে চাইছেন তিনি। এ ছাড়া টুইটারের প্রধানের পদ ছাড়া নিয়ে কিছুটা চাপেও ছিলেন মাস্ক। গত বছর টুইটারে ভোটও হয়েছিল। সেখানে অধিকাংশ লোক এলন মাস্কের টুইটারের দায়িত্ব ছাড়ার পক্ষে রায় দেয়।



আপনার মূল্যবান মতামত দিন: