
করোনা মহামারির মধ্যে দীর্ঘ সময় নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় সরকারি চাকরিতে এবার রেকর্ড সংখ্যক পদ শূন্য রয়েছে। গত কয়েক বছর চার লাখের কম পদ শূন্য থাকলেও এবার ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬টি পদ শূন্য আছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মচারীদের পরিসংখ্যান-২০২২ প্রকাশ করা হয়েছে। তাতে শূন্য পদসহ সরকারি চাকরির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।
বর্তমানে সরকারি চাকরিতে অনুমোদিত পদ আছে ১৯ লাখ ১৫১টি। এর মধ্যে কর্মরত আছেন ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন। বাকি ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬টি পদ এখন শূন্য। সরকারি চাকরিতে মোট পদের ২৫ দশমিক ৭৮৬ শতাংশ পদ ফাঁকা রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: