odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

রোহিঙ্গাদের মধ্যে সাত হাজারের বেশি নারী সন্তান সম্ভবা-স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৭ September ২০১৭ ২০:২৬

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৭ September ২০১৭ ২০:২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, মিয়ানমার সরকারের হত্যাযজ্ঞ থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে সাত হাজারের বেশি নারী সন্তানসম্ভবা।
রোববার বিকেলে সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা চরম মানবেতর জীবন-যাপন করছে। মিয়ানমারের সামরিক বাহিনী সম্পূর্ণ অন্যায়ভাবে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে তারা রোহিঙ্গাদের উদ্বাস্তু করে দিচ্ছে। জীবন বাঁচাতে তারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় ও সাহায্য দিচ্ছি। রোহিঙ্গাদের নিজ ভূখ-ে পুনর্বাসন করাই এর একমাত্র সমাধান।
রোহিঙ্গারা নাগরিত্ব নিয়েই নিজ দেশে পুনবার্সিত হতে পারবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী এ বিষয়টি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার কাছেও তুলে ধরছেন।
রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, কক্সবাজারে আমরা রোহিঙ্গাদের ত্রাণ দিচ্ছি। সাধ্যমতো চিকিৎসা সেবা দিচ্ছি। কিন্তু শিশু, নারী ও বয়স্কো লোকদের করুন অবস্থা দেখলে মনটা ভীষণ ভারী হয়ে যায়। বিশেষ করে শিশু কিশোরদের করুণ চাহনি কোনোভাবেই সহ্য করার মতো নয়। এ পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক।



আপনার মূল্যবান মতামত দিন: