odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

হাসপাতালে ভর্তি ১৩০২ ডেঙ্গু রোগী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ June ২০২৩ ০৩:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ June ২০২৩ ০৩:৪৬

দেশে গত এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আক্রান্তদের কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৯৪৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর ঢাকার বাইরে ৩৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ৯০৬ জন। জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ এবং জুন মাসে এ পর্যন্ত ৫৮৮৪ জন। 



আপনার মূল্যবান মতামত দিন: