odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬
নোয়াখালী-৫ আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলেন হাসনা জসীমউদদীন মওদুদ

দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মওদুদপত্নী

odhikarpatra | প্রকাশিত: ৮ January ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৮ January ২০২৬ ২৩:৫৯

  

নোয়াখালী—নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসীমউদদীন মওদুদ। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিজেই নিশ্চিত করেন হাসনা জসীমউদদীন মওদুদ। তিনি বলেন, “ব্যারিস্টার মওদুদ আহমেদ ও আমি দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে এ এলাকার মানুষের সেবা করেছি। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০১৭ সাল থেকে নিজ বাড়ি থেকেও উচ্ছেদ হতে হয়েছে।”

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে তিনি হতাশ হলেও বিএনপির চেয়ারপারসন ও দলের নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২০ জানুয়ারির মধ্যে সশরীরে গিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, হাসনা জসীমউদদীন মওদুদ পল্লীকবি জসীমউদদীনের কন্যা। তিনি এর আগে ১৯৮৬ ও ১৯৮৮ সালে নোয়াখালী-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. ফখরুল ইসলাম



আপনার মূল্যবান মতামত দিন: