
মৌসুমি বায়ুর প্রভাবে কিছুদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। আরো দুই দিন (সোমবার ও মঙ্গলবার) বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঢাকাসহ সারা দেশে সপ্তাহজুড়ে কমবেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
এতে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: