odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

­­মনুষ্যত্বের বিকাশ না ঘটলে ভালো ডাক্তার হওয়া যাবে না : ডা. প্রাণ গোপাল দত্ত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ July ২০২৩ ০০:৫৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ July ২০২৩ ০০:৫৯

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, ‘শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। মানবতার সেবা করতে হবে। একজন ডাক্তারকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়াশোনা করতে হবে। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে কখনও একজন ভালো ডাক্তার হতে পারবেন না। মানুষকে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যাবে। এই মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

আজ রবিবার (২৩জুলাই) সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের প্রথম বর্ষে (২০২২-২০২৩ সেশন) ছাত্র-ছাত্রীদের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন এবং পরিচিতিমূলক ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদে আছে, এগিয়ে যাচ্ছে। আর কখনও পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা মানেই উন্নয়ন। আজকে পদ্মা সেতু, মেট্রোরেলসহ সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। চিকিৎসকরা উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বিশেষ করে মহামারি করোনাতে যখন মানুষ জীবন বাঁচাতে ছোটাছুটি করেছে, ঠিক সেই মুহূর্তে তারা রোগীর সেবা করেছেন। জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা মানবসেবায় স্বরণীয় হয়ে থাকবেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্যসেবাকে দ্রুতগতিতে এগিয়ে নিয়েছেন। স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। বিএনপি-জামায়াতের বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করেছেন।’

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন– অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, কলেজের উপাধ্যক্ষ আলহাজ ডা. সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, দিনাজপুর স্বাচিপের সভাপতি ডা. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ডা. আহাদ আলী প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: