odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

পদ তৈরি করে পদোন্নতি দেওয়া হচ্ছে ৫২৯ পুলিশ কর্মকর্তাকে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ July ২০২৩ ১৪:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ July ২০২৩ ১৪:৫৪

বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতিরিক্ত মহাপরিদর্শক বা অতিরিক্ত আইজি হিসেবে ৭১ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বর্তমানে দুই ক্যাটাগরিতে (গ্রেড-১ ও গ্রেড-২) অতিরিক্ত আইজিপির ২২টি মঞ্জুরীকৃত পদ রয়েছে। ৪৯টি সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদ সৃষ্টি করে আরো ৪৯ জনকে পদোন্নতি দেওয়া হবে। সব মিলিয়ে অতিরিক্ত আইজিপি হবেন ৭১ জন।

এ ছাড়া উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারের সংখ্যাতিরিক্ত পদও বাড়ছে। সব মিলিয়ে সংখ্যাতিরিক্ত পদ তৈরি করে পদোন্নতি দেওয়া হচ্ছে পুলিশের ৫২৯ জন কর্মকর্তাকে।

এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়। 



আপনার মূল্যবান মতামত দিন: