odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

অস্ট্রেলিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত,নিখোঁজ ৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ July ২০২৩ ১৯:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ July ২০২৩ ১৯:৩১

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে মার্লেস বলেন, ওই হেলিকপ্টারে থাকা চারজন ক্রুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে।

তিনি বিধ্বস্ত হেলিকপ্টারের ক্রু সদস্য এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, আমরা ভালো খবর আশা করছি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেন, এটি একটি ভয়াবহ মুহূর্ত। তিনি বলেন, নিখোঁজদের খুঁজে বের করা এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা করাই এখন আমাদের প্রধান কাজ। উদ্ধার ও তল্লাশি অভিযানে সাহায্য করায় দেশটির পুলিশ, বেসামরিক এজেন্সি, সাধারণ জনগণ এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: