odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 10th January 2026, ১০th January ২০২৬

এক মাসে ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ August ২০২৩ ০৪:২৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ August ২০২৩ ০৪:২৩

দেশে গত ২৪ ঘণ্টায় এডিসবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫৬৫ জন। ফলে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৪৫ জনে। যা চলতি বছরে এক মাসে মোট আক্রান্তের নতুন রেকর্ড। এর আগে এক মাসে আক্রান্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা ছিল জুলাইয়ে ৪৩ হাজার ৮৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ৮০৪, ঢাকার বাইরে ৭৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোট সাত হাজার ৫৭৩ জন রোগী। এদের মধ্যে ঢাকার রোগী তিন হাজার ৬২৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় তিন হাজর ৯৫০ জন।



আপনার মূল্যবান মতামত দিন: