odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th October 2025, ২৪th October ২০২৫

অবশেষে বাঁচানো গেলো না কুমিল্লার জোড়া শিশু টিকে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ October ২০১৭ ১০:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ October ২০১৭ ১০:১৬


জন্ম নেয়া ২ মাথা বিশিষ্ট হাসান ও হোসাইনকে বাঁচানো যায়নি । রোববার দুপুরে হঠাৎ অসুস্থ
হওয়ার পর স্বজনরা হাসান-হোসাইনকে জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে
আশংকাজনক অবস্থায় ডাক্তারা কুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেয়ার
পথে বিকেলে তাদের মৃত্যু হয়।

এর কিছুদিন আগে , গত ১৩ অক্টোবর দেবিদ্বার উপজেলা সদরের বেসরকারি সেবা হসপিটালে,
জেলার মুরাদনগর উপজেলাধীন বাংগরা বাজার থানার সীমানারপাড় গ্রামের প্রবাসী মো. সাদ্দাম
হোসেনের স্ত্রী মরিয়ম বেগম জোড়া মাথা বিশিষ্ট ওই শিশুর জন্ম দেন। দু’মাথা থাকায় স্বজনরা
তাদের নাম রাখেন হাসান হোসাইন।
মা মরিয়ম বেগম জানান, জন্মের একদিন পর ডাক্তারদের পরামর্শে ঢাকা মেডিকেলে যাওয়ার পর
গেট থেকেই কিছু দালাল সেখানে চিকিৎসা হবে না বলে আমাদের বিদায় করে দেন। কিন্তু বিকেলে
দেবিদ্বারে চলে আসার পর অপারেশনকারি ডাক্তার মীর্জা আসাদুজ্জামান রতনের পরামর্শে পুনরায়
গভীর রাতে ঢাকা মেডিকেলে ভর্তি করার পর সেখানে ৩ দিন ভর্তি ছিলেন।

তবে ওই প্রসূতির অপারেশনকারি চিকিৎসক মীর্জা আসাদুজ্জামান রতন বলেন, বিশ্বে এমন শিশুদের
আলাদা করার রেকর্ড খুব বেশি নেই। অপারেশনে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি ছিল বলে দাবী করেছেন
চিকিৎসকরা । তাই ঢামেকের ডাক্তাররা হয়তো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে এ ধরনের
রোগীর ক্ষেত্রে স্বজনরা ঝুঁকি মেনে নিয়েই ডাক্তারদের অনুরোধ করলে , ডাক্তাররা অপারেশনের
কাজে হয়তো হাত দিতেন। কিন্তু স্বজনরা চিকিৎসায় বিলম্ব দেখে স্বেচ্ছায় বাড়ি চলে আসেন।



আপনার মূল্যবান মতামত দিন: