
রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে অনুষ্ঠিতব্য ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত অন্তত সাতটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।
অন্যদিকে সমন্বিত দশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা ১০ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মকর্তাদের এমন সিদ্ধান্তে হতাশা ও আশঙ্কা ব্যক্ত করছেন সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীরা।
জানা যায়, আগামী শুক্রবার সমন্বিত দশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (জেনারেল) এর ৯২২টি শূণ্য পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: