odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের ঘোষণা আসছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ November ২০১৭ ১৪:২৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ November ২০১৭ ১৪:২৩

বিদ্যুতের দাম পুনরায়  নির্ধারণের ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- (বিইআর সি)

সর্বশেষ ২০১৫ সালের ১লা  সেপ্টেম্বর বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়িয়েছিল সরকার। তাতে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়ে ২০ টাকা, ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে খরচ বাড়ে কমপক্ষে ৩০ টাকা।

চলতি বছর মার্চে বিভিন্ন খাতে গ্যাসের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছিলেন, বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বাড়ায় বিদ্যুতের দামও সমন্বয় করা প্রয়োজন। এরপর এনার্জি রেগুলেটরি কমিশন গত সেপ্টেম্বরে বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করে শুনানির আয়োজন করে। সেখানে পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় ১৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৬ থেকে সাড়ে ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব আসে।এর মধ্যে ডিপিডিসি গ্রাহক পর্যায়ে ৬.২৪ শতাংশ, ডেসকো ৬.৩৪ শতাংশ, ওজোপাডিকো ১০.৩৬ শতাংশ, আরইবি ১০.৭৫ শতাংশ এবং পিডিবি ১৪.৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয়। বিইআরসির আইন অনুযায়ী গণশুনানি করার পর ৯০ কার্যদিবসের মধ্যে কমিশনের সিদ্ধান্ত ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে।

কমিশনের উপ পরিচালক মো. কামরুজ্জামান  বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টায় কারওয়ানবাজারে বিইআরসি ভবনে এই সংবাদ সম্মেলন হবে জানান,কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: