বায়েজিদ এলাকায় গুলিবর্ষণে তিনজন আহত, সরওয়ার বাবলা নিহত — হামলাকারী শনাক্তে তদন্ত চলছে
চট্টগ্রাম, ৫ নভেম্বর ২০২৫:
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় তার সঙ্গে থাকা সরওয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং শান্ত নামে আরও একজন আহত হন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাটি তদন্ত করছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, পূর্ব বিরোধের জেরে কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে বের হয়ে জনসংযোগ করার সময় দুই ব্যক্তি এসে সরওয়ার বাবলার বুকে গুলি করে, এতে এরশাদ উল্লাহ ও শান্তও গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এ ধরনের হামলা নিন্দনীয়। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”
উল্লেখ্য, গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন এবং সরওয়ার হোসেন বাবলা নিহত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার মূল্যবান মতামত দিন: