
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর আশু রোগমুক্তি কামনা করে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ যুবলীগ এর কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে অংশগ্রহণ করেন যুবলীগ এর চেয়ারম্যান আলহাজ্ব মো: ওমর ফারুক চৌধুরী , সভাপতিত্ত করেন দক্ষিন যুবলীগ এর সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। দোয়াপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী সম্রাট যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন , আমরা ধন্য আপনার মত নেতা পেয়ে যুবলীগ ধন্য আপনা লিডারশীপ এ , আপনার মত চেয়ারম্যান পায়নি যুবলীগ কোন কালে আপনি মহান তা পার্টির সর্বচ্চ পদ চেয়ারম্যান হওয়া সত্তেও আপনি চলে যান যে কোন ওয়ার্ডের সম্মেলন এ , এমন কি খোঁজ খবর রাখেন ইউনিটের কর্মীবৃন্দের ও। আপনার মহনুভতায় আমরা মুগ্ধ আপনার লিডার শীপে আমরা উজ্জিবীত। ইসমাইল চৌধুরী সম্রাট তার বক্তব্যে বলেন বাংলাদেশ যুবলীগ শুধু বাংলাদেশের না দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন ।এই যুবলীগ এর চেয়ারম্যান সম্পর্কে মহানগর দক্ষিন সবসময় যে কথাটি বলে বাংলাদেশ যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল মনি ৭৫ এর ১৫ ই আগস্ট জাতির পিতার হত্যার আগে যাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল । সেই ৭৫ এর পর ছাত্র সমাজ ,যুব সমাজ তরুন সমাজ ,পেয়েছে আপনাকে।
ইসমাঈল চৌধুরী সম্রাট বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ চেয়ারম্যান ,সর্বকালের শ্রেষ্ঠ নেতা ,ছাত্র সমাজের, যুব সমাজের, তরূন সমাজের, কারন মানণীয় চেয়ারম্যান যে চাকুরীর বয়স সীমার জন্য বলেছেন তা ছাত্র সমাজের সমস্যা। কিনতু ওমর ফারুক চৌধুরী ছাএদের যুবলীগ এর ই অংশ মনে করেন, ইতিহাস তা সাক্ষ্য দিবে। কারন তোষামোদী খোসামোদী ওমর ফারুক চৌধুরী করেনা। সরকারের ভুল হয়ে থাকলে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, জনগনের স্বার্থে তিনি কথা বলেন,তিনি ছাত্রদের স্বার্থে কথা বলেন । তিনি ১০ কো্টি যুবকের নেতা। তিনি মনে করেন এই ১০ কোটি যুবকের মধ্যে ছাত্র আছে । সরকারের ভুল এমন কি মন্ত্রীদের ভুল তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন ।এমন সাহসী যুব নেতা সারা বিশ্বে আজ বিরল ।এমন সাহসী উচ্চারণ সারা বিশ্বে কেউ করতে পারে কিনা আমার সন্দেহ ।ইসমাঈল চৌধুরী সম্র্রাট "মাওলানা খলিলুর রহমানের" উদ্দেশ্যে বলেন আজকে বাবুর সাথে সাথে আমাদের চেয়ারম্যানের জন্য দোয়া করবেন যাতে আমাদের চেয়ারম্যান সুস্থ থেকে আমাদের জন্য এমন সাহসী পদক্ষেপ নিতে পারে এবং তার পরিবার পরিজন দের জন্য আল্লাহর কাছে দোয়া চান । যুবলীগ চেয়ারম্যান আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী তার বক্তব্যে বলেন , যুবলীগ এর পূনর্মিলন অনুষ্ঠান এ রাস্ট্রের সর্ব্বোচ নেতা রাষ্ট্র নায়ক শেখ হাসিনার মাধ্যমে ইসমাইল চৌধুরী সম্রাট কে দক্ষ সংগঠক ও মহানগর দক্ষিন যুবলীগকে দক্ষ সংগঠন হিসাবে মূল্যায়িত করা হবে।
যুবলীগ দক্ষিণ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় উপস্থিত ছিল কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনিসুর রহমান ,পরিবেশ সম্পাদক মিজানুর রহমান মিজু ,মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি মাইনুদ্দিন রানা ,মনোয়ার হোসেন মনা ,সোহরাব হোসেন স্বপন,নাজমুল হাসান টুটুল, মাহবুবুর রহমান পলাশ ,আলী আজগর বাবুল,আরমান হোসেন ,মোরসালিন আহম্মেদ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল,প্রচার সম্পাদক আরমান হোসেন বাবু ,স্বাস্খ বিষয়ক সম্পাদক সৈয়দ মার্সিদ শুভ ,পরিবেশ সম্পাদক রুমী,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ওমর শরিফ পলাশ সহ নগর ওয়ার্ডের নের্তৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: