odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নাশকতার আশঙ্কায় রাতে চলা ৬ ট্রেনের যাত্রা বাতিল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ December ২০২৩ ১০:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ December ২০২৩ ১০:৫৪

যাত্রী সুরক্ষা ও রেলওয়ের সম্পদ রক্ষায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে র‌্যাব, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত টিম নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। স্টেশন ও ট্রেনে ডগস্কয়ার দিয়ে সার্চ করানো হচ্ছে। স্টেশনজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োজিত রয়েছে। এরপরও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারণ যে কোনো সময় ট্রেনে অগ্নিসংযোগ বা হামলার ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে রাতে চলাচলকারী ৬টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঢাকা রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ সফিকুর রহমান জানান, ঢাকা বিভাগসহ পুরো রেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্টেশন এবং ট্রেনে সন্দেহজনক যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। যাত্রী সুরক্ষা ও রেলওয়ে সম্পদ রক্ষায় ৬টি যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ঢাকা বিভাগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলা রাতের এক জোড়া কমিউটার, ময়মনসিংহ-ভুয়াপুর এক জোড়া কমিউটার ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: