odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

লালমনিরহাট ১ আসনের এমপি জয়নুল আবেদিন আর নেই

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ December ২০১৭ ১৭:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ December ২০১৭ ১৭:০০

লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম)এলাকার চার চার বার নির্বাচিত সাবেক সাংসদ ও লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি "জয়নুল আবেদীন সরকার" আর নেই।

বুধবার ভোর ৫টার সময় ঢাকা কিডনী ফাউন্ডশন মিরপুর-২ এ তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না নিল্লাহি রাজিউন) মুত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মৃত্যু কালে ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংসদ সদস্যের বোনের ছেলে(ভাগিনা) ও হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা হতে ১০টায় তার মরদেহ হাতীবান্ধার উদ্দেশ্যে রওনা হবে। আর  আগমিকাল বৃহস্পতিবার দুপুর ২টায় এসএস স্কুল মাঠে জানাযা অনুষ্টিত হবে। তার পর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে। জানাগেছে, ১৯৮৬ থেকে ১৯৯৬ সালের নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে চার বার এমপি হন জাতীয় পার্টির সাবেক নেতা জয়নুল আবেদিন। মনোনয়ন বঞ্চিত হয়ে রাগে-অভিমানে ২০১০ সালে তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন।



আপনার মূল্যবান মতামত দিন: