ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

৪৩তম বিসিএসের নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৪

৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ৩০ দিনের মধ্যে এ তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনে প্রাথমিক শুনানির বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্টে বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

৪৩তম বিসিএস থেকে ৬৪২ জনকে নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

একই সঙ্গে ৪৪তম বিসিএসের ফল প্রকাশ না করা পর্যন্ত নন-ক্যাডার শূন্যপদে ৪৩তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীদের থেকে নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত। পিএসসির চেয়ারম্যান, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: