ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৬

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) পিএসসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

এ বিষয় তিনি বলেন, ‘আজ পিএসসির বিশেষ সভায় আগামী ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ এবং লিখিত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।



আপনার মূল্যবান মতামত দিন: