odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ওষুধের দাম কমানো বা বাড়ানোর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ February ২০২৪ ১৩:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ February ২০২৪ ১৩:৩৫

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে চাই। তাই ওষুধের দাম সহজলভ্য করা দরকার। তবে দাম কমানো বা বাড়ানোর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা করে, পরে এ বিষয়ে জানানো হবে। 

বৃহস্পতিবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এশিয়া এক্সপো-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘স্বাস্থ্য খাতের উন্নতির জন্য সবার সহযোগিতা চাই। আমি চাই, স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে। তাই ঔষধের দাম যদি সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো।

 


আপনার মূল্যবান মতামত দিন: