odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ক্ষুধা দারিদ্র দুস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ December ২০১৭ ০০:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ December ২০১৭ ০০:৫১

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ ও নৌকা মার্কায় আস্থা রাখার আহ্বান জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম । গত  শুক্রবার সকালে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর এলাকায় তার নিজ উদ্যোগে দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছেন তার এই প্রচেষ্টায় অচিরেই বাংলাদেশ এসব সমস্যা কাটিয়ে উঠবে। গতকাল শুক্রবার দিনব্যাপি উপজেলার আব্দুল্লাপুর ও বেতকা এলাকায় ৫ শত দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন মাহবুবে আলম। অনুষ্ঠানে ইউপি সদস্য আব্দুল হাই এর সভাপতিত্বে আব্দুল্লাপুরে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার রুহিল আমীন, কনকসার চেয়ারম্যন আবুল কালাম, আ’লীগনেতা স্বপন মাঝি, গোলাম সিকদার কনু, নিসচা সভাপতি জামাল মন্ডল, সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম। বেতকায় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান বাচ্চু শিকদার, জলিল শিকদার আক্তার মোল্লা প্রমুখ। কম্বল বিতরণ শেষে এটর্নি জেনারেল স্থানীয় একটি মন্দিরে গীতা পাঠ অনুষ্ঠান পরিদর্শন  ও অনুদান প্রদান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু ইউসুফ ফকিরে, এডভোকেট মো. মাসুদ হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন,গোলাম সিকদার কনু প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: