odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

পাটগ্রাম সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশীর মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ December ২০১৭ ২১:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ December ২০১৭ ২১:১০

 


লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে রশিদুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নির্যাতনের শ্বীকার ওই বাংলাদেশিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় । বুধবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাষ্টারেরবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রশিদুল ইসলাম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর (কবরস্থান) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। জানা গেছে, বুধবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাষ্টারেরবাড়ী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ০৩ নম্বর সাব পিলার এলাকায় রশিদুলসহ কয়েকজন বাংলাদেশি ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে যায়। এ সময় টহলরত বিএসএফ ধাওয়ায় অন্য সবাই পালাতে সক্ষম হলেও রশিদুলকে আটক করে। পরে রশিদুলের উপর র্ববর নির্যাতন চালায় বিএসএফ। একপর্যায়ে তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যায় তারা। ঘটনার কিছু পরে ঘটনাস্থলের অদূরে থাকা অন্য সঙ্গীরা রশিদুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রশিদুলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবার সুত্রে জানা গেছে। এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি অবনি শংকর কর বলেন, নিহত রশিদুল ইসলাম সীমান্তে গরু আনতে গিয়ে মারধরের শিকার হয়ে হাসপাতাল যাওয়ার পথে মারা যায়। তবে তাকে ভারতীয় সীমান্তররক্ষী বাহিনী নাকি সে দেশের স্থানীয়রা মারধর করেছে তা স্পষ্ট নয় বলে জানান তিনি। রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান সাংবাদিকদের বলেন, বিএসএফের নির্যাতনে রশিদুল ইসলাম নিহত হয়েছেন কি না? তা খতিয়ে দেখছে বিজিবি। এছাড়া এ ব্যাপারে জানতে চেয়ে পতাকা বৈঠকের আহবান জানিয়ে ইতোমধ্যে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি ।
হাসান মাহমুদ, জেলা প্রতিনিধি, লালমনিরহাট।



আপনার মূল্যবান মতামত দিন: