৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার এক বিশেষ সভায় এই বিসিএসের ফল প্রকাশের অনুমোদন ও ভাইভা পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। এই বিসিএসে পাস ১১ হাজার ৭৩২ জন, ভাইভা শুরু হবে আগামী ৮ মে থেকে। পিএসসি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার পাস করেছেন ১১ হাজার ৭৩২ জন। ভাইভা ৮ মে শুরু। আগের বিসিএসগুলোয় লিখিত পরীক্ষার ফলের সঙ্গে ভাইভার তারিখ দেওয়া হতো না। পরে দেওয়া হতো। এবারে এটি আমরা যুক্ত করেছি।’
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ বেলা আড়াইটায় সদস্যদের নিয়ে চেয়ারম্যান বিশেষ সভা ডাকেন। সভায় ৪৪তম বিসিএসের ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: