অধিকারপত্র ডটকম, বিশেষ প্রতিনিধি
মুন্সীগঞ্জ | ২০ ডিসেম্বর ২০২৫ -
রাজনৈতিক দাবিসমূহ ক্ষমতার কেন্দ্রে না থেকেও মাঠের রাজনীতির মাধ্যমে জনগণের জন্য উন্নয়ন আনা সম্ভব—মুন্সীগঞ্জে সেটিই প্রমাণ করে চলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো।
ধারাবাহিক রাজনৈতিক তৎপরতা, প্রশাসনিক যোগাযোগ ও জনস্বার্থকেন্দ্রিক অবস্থানের ফলে জেলার বিভিন্ন খাতে কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিশ্চিত হয়েছে। মমতাজ আলো’র সরাসরি উদ্যোগে— দিঘীরপাড় অভয়চরণ উচ্চ বিদ্যালয়ের দেওয়াল প্রাচীর নির্মাণে এলজিইডি থেকে ১০ লাখ টাকার বিশেষ অনুদান পুরো মুন্সীগঞ্জ জেলায় ৪০টি নলকূপ স্থাপনের বরাদ্দ মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান উন্নয়নে ৫৪টি প্রকল্পে ৩ থেকে ৫ লাখ টাকা করে বরাদ্দ কামারখাড়া থেকে হাসাইল বাজার পর্যন্ত ১৪ ফুট প্রশস্ত আরসিসি ঢালাই রাস্তা দিঘীরপাড় হাই স্কুল সড়ক সংস্কারে ১৪ লাখ টাকা
দিঘীরপাড় শাখা নদীর ওপার থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত সড়ক উন্নয়ন শহিদ শ্যামল স্মৃতি পাঠাগারের জন্য ১০ লাখ টাকা কোমার ভোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১০ লাখ টাকা টংগিবাড়ী উপজেলার হাসাইল বাজার থেকে কলমা পর্যন্ত সড়ক উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বরাদ্দগুলো প্রমাণ করে—জনগণের পক্ষে দাঁড়ানো নেতৃত্ব থাকলে উন্নয়ন থেমে থাকে না। --
- কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য মমতাজ আলো আইবিএন নিউজকে বলেন, > “রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। মুন্সীগঞ্জের মানুষ উন্নয়নের অধিকার রাখে, সেই অধিকার আদায়ের লড়াই আমি চালিয়ে যাচ্ছি।” এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত অনেক এলাকায় এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, শিক্ষার পরিবেশ শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। ---
#হাকিকুল ইসলাম খোকন
টংগিবাড়ী রাস্তা উন্নয়ন -- এলজিইডি বরাদ্দ মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ উন্নয়ন রাজনীতি বিএনপি মহিলা দল নেত্রী মুন্সীগঞ্জ বিএনপি উন্নয়ন রাজনৈতিক সংবাদ মমতাজ আলো

আপনার মূল্যবান মতামত দিন: