ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের পাল্টা প্রস্তাব খতিয়ে দেখছে হামাস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪ ২৩:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪ ২৩:৫৯

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় সমঝোতা নিয়ে পাল্টা প্রস্তাব দিয়েছে ইসরায়েল। দেশটির দেওয়া প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে বলে আজ শনিবার জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস।

এদিকে স্থবির হয়ে পড়া যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু করতে আগের দিনই ইসরায়েল পৌঁছেছে মিসরের একটি প্রতিনিধিদল।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের প্রস্তুতির পাশাপাশি নতুন করে যুদ্ধবিরতির আলোচনার ইঙ্গিত দেখা যাচ্ছে।

এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খালিল আল-হাইয়া বলেছেন, ১৩ এপ্রিল মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবের বিষয়ে ইহুদিবাদী দখলদারদের আনুষ্ঠানিক জবাব পেয়েছে হামাস। প্রস্তাবটি খতিয়ে দেখবে সংগঠন। খতিয়ে দেখার পর এর জবাব দেওয়া হবে। 

সূত্র: এএফপি 



আপনার মূল্যবান মতামত দিন: