ঢাকা | বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১

পাহাড়ি ঢলে সাজেকে আটকা পড়েছে ৬ শতাধিক পর্যটক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ জুলাই ২০২৪ ১২:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ জুলাই ২০২৪ ১২:৪৫

টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে খাগড়াছড়ি সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে ৬ শতাধিক পর্যটক আটকা পড়েছে।  

মঙ্গলবার (২ জুলাই) মধ্যরাত থেকে বাঘাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২ জুলাই) সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বেড়ে যাওয়ায় সাজেকের আশাপাশ এলাকা প্লাবিত হওয়ায় সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: