odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

তিন মাস আগের হামলায় হামাসের তিন সিনিয়র নেতা নিহত হয়েছেন : ইসরাইল

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৪ ১৯:২৫

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৪ ১৯:২৫

প্রায় এক বছর যাবত ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইরত ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, তিন মাস আগে এক হামলায় গাজায় হামাসের তিন সিনিয়র নেতা নিহত  হয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সামরিক বাহিনী বলেছে, হামলায় গাজা উপত্যকায় হামাস সরকারের প্রধান রাউহি মুশতাহা, হামাসের রাজনৈতিক ব্যুরোর নিরাপত্তা প্রধান সামেহ আল-সিরাজ ও কমান্ডার সামি ওদেহ নিহত হয়েছেন।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘মুশতাহা হামাসের সবচেয়ে সিনিয়র অপারেটিভদের একজন। তিনি হামাসের বাহিনী মোতায়েন সংক্রান্ত সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করতেন।



আপনার মূল্যবান মতামত দিন: