ঢাকা | Thursday, 16th October 2025, ১৬th October ২০২৫

জি ৭-এর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ

odhikarpatra | প্রকাশিত: ৪ October ২০২৪ ২২:০১

odhikarpatra
প্রকাশিত: ৪ October ২০২৪ ২২:০১

মধ্যপ্রাচ্যের ‘অবনতিশীল পরিস্থিতি’ নিয়ে শিল্পোন্নত সাতটি দেশের গ্রুপ জি-৭ নেতারা বৃহস্পতিবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

লন্ডন থেকে সিনহুয়া জানায়, বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট প্রকাশিত জি-৭-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আক্রমন ও প্রতিশোধের বিপজ্জনক চক্র মধ্যপ্রাচ্যে অনিয়ন্ত্রিত ঝুঁকি বৃদ্ধি করছে, যা কারও স্বার্থে নয়। তাই, আমরা সংশ্লিষ্ট আঞ্চলিক সব দেশগুলোকে দায়িত্বশীল ও সংযমের সাথে কাজ করার আহ্বাান জানাচ্ছি।’
বিবৃতিতে বলা হয়েছে , জি-৭ নেতারা বিস্তারিত উল্লেখ না করে, এই অঞ্চলে সংঘাতের আরও বৃদ্ধি এড়াতে ‘সমন্বিত প্রচেষ্টা ও পদক্ষেপ’ নিয়ে আলোচনা করেছেন। 
বিবৃতিতে আরো বলা হয়,‘আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি,সমস্ত জিম্মির নিঃশর্ত মুক্তি ও মানবিক সহায়তা সরবরাহ একটি উল্লেখযোগ্য ও টেকসই বৃদ্ধি এবং সংঘাতের অবসানের জন্য আমাদের আহ্বাান পুনর্ব্যক্ত করছি।’
সাতটি বৃহত্তম উন্নত দেশের নেতারা বেসামরিক জনসংখ্যার সুরক্ষার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা লেবাননের বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজন মোকাবিলায় মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সশস্ত্র সংঘাত নিরসনে ও মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয় প্রশমনে জাতিসংঘের গুরুত্বের উপর জোর দিয়ে তারা বলেন ‘আমরা জাতিসংঘের প্রযোজ্য রেজুলেশন অনুসারে মিশনে আমাদের সমর্থন জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
জি৭ এর অন্তর্ভূক্ত সদস্য রাষ্ট্রসমূহ হলো, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ইতালি, ফ্রান্স, জার্মানি ও জাপান ।



আপনার মূল্যবান মতামত দিন: