আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ঢাকায় ২১০ জন এবং রাজধানীর বাইরে ২০১ জন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৬১জনে এবং এএই সময়ে ডেঙ্গু রোগে ২৩৭ জন মারা গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জন মারা গেছে এবং মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এ রোগে আক্রান্ত হয়েছে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: