odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫

বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন শিল্পে নতুন দুয়ার উন্মোচনের প্রত্যয় ইউএই রাষ্ট্রদূতের

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৪ ২৩:১২

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৪ ২৩:১২

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র রাষ্ট্রদূত আবদুল্লাহ আবদুল্লাহ খাসেলফ আল হামুদি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘিরে নতুনভাবে কাজ করার দ্বার উন্মোচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এর মধ্যদিয়ে বিমান পরিবহন খাতে নতুন গতি আসবে এবং বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন শিল্পে নতুন দুয়ার খুলে যাবে।

ইউএই রাষ্ট্রদূত আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাতকালে এ কথা বলেন।

এ সময় তারা ভ্রাতৃপ্রতীম দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও উষ্ণতার পর্যায়ে নিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা আগামী দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির কথাও বলেন।

এ সময় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বাংলাদেশ থেকে আরও অধিক হারে চিকিৎসক, প্রকৌশলী ও দক্ষ শ্রমিক নেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান এ সময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: