odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫

চাঁদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার জরিমানা 

odhikarpatra | প্রকাশিত: ২৭ May ২০২৫ ১৭:৪৬

odhikarpatra
প্রকাশিত: ২৭ May ২০২৫ ১৭:৪৬

চাঁদপুর জেলা সদরে আজ মেয়াদোত্তীর্ণ টেস্টের কীট পাওয়ায় দু’টি ডায়াগনস্টিক সেন্টারেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আজ মঙ্গলবার দুপুরে শহরের শহীদ মিনার ও সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জেলা শহরে সদর হাসপাতাল ও শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ন মেডিকেল টেস্টের কীট পাওয়ায় নিউ মডার্ণ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মালিককে ১০ হাজার টাকা এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ কীট ধ্বংস করা হয়।

এসময় জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম-সহ সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 



আপনার মূল্যবান মতামত দিন: