ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

অ্যাকাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন-সহ চার দফা দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ May ২০২৫ ২০:৪০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ May ২০২৫ ২০:৪০

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালেয় (ইবি) সেশনজট নিরসনে অনুষদ ভিত্তিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন-সহ চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।

মঙ্গলবার (২৭ মে) বিকাল ৩ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, তানভীর মন্ডল, ইয়াশীরুল কবীর সৌরভ, পঙ্কজ রায় প্রমুখ ।

চার দফা দাবি গুলো হলো আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধু মাত্র পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া, জুলাই অভুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, সেশনজট নিরসনে অনুষদ ভিত্তিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং বাস্তবায়ন করা এবং বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা।

এসময় শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা চার দফা দাবি জমা দিয়েছি। এর আগেও অনেকবার স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেননি। উল্লেখিত দাবি সমূহ দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি। ভিসি স্যার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে স্মারকলিপি জমা দিয়েছে তা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের সেবক হিসেবে শিক্ষার্থীবান্ধব দাবিগুলো বাস্তবায়নে কাজ করছি।’


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: