odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রুনেইর সুলতান

odhikarpatra | প্রকাশিত: ৩১ May ২০২৫ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ৩১ May ২০২৫ ২৩:৫০

ক্লান্তির কারণে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ব্রুনেইর সুলতান হাসান আল বলকিয়াহ। তবে তিনি আরও কয়েক দিন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরেই বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন তার দপ্তরের কর্মকর্তারা।


কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, গত মঙ্গলবার সুলতানকে কুয়ালালামপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তার দপ্তর তখন জানিয়েছিল, বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা এই সুলতান ‘সুস্থ আছেন’।

শনিবার সুলতানের দপ্তর এক ইনস্টাগ্রাম পোস্টে জানায়, ‘সুলতান হাসানাল বোলকিয়াহৃ আলহামদুলিল্লাহ, কয়েক দিন কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে বিশ্রামের পর তিনি এখন গ্র্যান্ড হায়াত হোটেলে ফিরে এসেছেন।’

পোস্টটিতে আরও বলা হয়, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুলতানকে আরও কয়েক দিন বিশ্রামে থাকতে হবে, এরপর তিনি ব্রুনেই ফিরে যাবেন।’

৭৮ বছর বয়সী এই সুলতান দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান নেতাদের এক সম্মেলনে অংশ নিতে কুয়ালালামপুরে গিয়েছিলেন।

মঙ্গলবার ব্রুনেইর প্রধানমন্ত্রী কার্যালয় (প্রধানমন্ত্রী পদেও তিনি আছেন) এক বিবৃতিতে জানায়, সুলতান ক্লান্তি অনুভব করছিলেন। পরে মালয়েশীয় চিকিৎসকরা তাকে কয়েক দিন ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে বিশ্রামে থাকার পরামর্শ দেন।

সুলতান হাসানাল ১৯৬৭ সালে ব্রুনেইর সিংহাসনে আরোহণ করেন।

তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তার পরিবার প্রায় ৬০০ বছর ধরে বোর্নিও দ্বীপের উত্তরাংশে অবস্থিত ছোট্ট মুসলিম দেশ ব্রুনেই শাসন করে আসছে। 

তার শাসনামলে ব্রুনেই যুক্তরাজ্য থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে এবং দেশের জীবনমান বিশ্বের শীর্ষ পর্যায়ে পৌঁছে যায়।

তবে তার শাসনামল নানা বিতর্কেও পরিপূর্ণ, যার মধ্যে রয়েছে শরিয়া আইন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে অঙ্গচ্ছেদ বা পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের মতো শাস্তি চালু করা।



আপনার মূল্যবান মতামত দিন: